জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করার সময় রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে কটিয়াদি থানার গচিহাটা রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রিপন ওই এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরএনবির একটি দল গচিহাটা স্টেশনে অভিযান চালায়। এ সময় কালোবাজারে টিকিট বিক্রি করার সময় রিপনকে হাতে-নাতে আটক করা হয়।
অভিযানকালে রিপনের হেফাজত থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটের মূল্য ছিল ১,২১৫ টাকা।
ওসি হাসান মোহাম্মদ বলেন, “টিকিট কালোবাজারি যাত্রী সাধারণের ভোগান্তির অন্যতম প্রধান কারণ। এ কারণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। টিকিট কালোবাজারি রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে এবং কাউন্টার থেকে নির্ধারিত নিয়মে বিক্রি করা হয়। কিন্তু একটি চক্র নিয়মিত এসব টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করছে। এতে সাধারণ যাত্রীরা টিকিট পেতে হয়রানির শিকার হন।
স্থানীয় যাত্রীরা আরএনবির এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, টিকিট কালোবাজারিদের কারণে অনেক সময় অনলাইনে টিকিট না পাওয়া গেলেও তারা বাজারে চড়া দামে টিকিট বিক্রি করে। এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হয়। তাই নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের চক্রকে দমন করা জরুরি।
রেলওয়ে পুলিশও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। তারা জানিয়েছে, আটক রিপনের জিজ্ঞাসাবাদে টিকিট কালোবাজারি চক্রের আরও তথ্য বের হয়ে আসতে পারে।
Post a Comment