ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে শহরের সিরাজনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এতে ১০২ কেজি গাঁজা জব্দ করা হয়, যা মাদক ব্যবসায়ীদের একটি প্রাইভেটকারে পাচার করা হচ্ছিল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজনগর জামে মসজিদ এলাকায় অবস্থান নেয় একটি টিম। ওই সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িচালক ও মাদক ব্যবসায়ী পরশ খান (ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের চর চারতলা গ্রামের বাসিন্দা, পিতা রবিন মিয়া) দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে একান্নটি বস্তায় রাখা ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় ব্যবহৃত সাদা রঙের টয়োটা অ্যাক্সিও প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-গ-২৯-৪৬৪৮) জব্দ করা হয়েছে। র্যাব জানায়, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।
র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহিত কবির সেরনিয়াবাত বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। প্রাইভেটকারচালক পালিয়ে গেলেও গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা সম্ভব হয়েছে। পালাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা গাঁজা ও প্রাইভেটকার আলামত হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে ভৈরব অঞ্চলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Post a Comment