ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্র জনতা
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি || ১৯ জুলাই ২০২৫, শনিবার
কিশোরগঞ্জের ভৈরবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় ভৈরব পৌর শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তারা এই ঘোষণা দেন।
জুলাই ২৪ তারিখের ছাত্র আন্দোলনে আহতদের স্মরণে এবং দোষীদের বিচার দাবিতে আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গঠিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি’ আন্দোলনের প্রকৃত যোদ্ধাদের উপেক্ষা করে একটি পক্ষের স্বার্থে কাজ করছে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি গোলাম মহিউদ্দিন, জুলাই আন্দোলনের নেতা জাহিদুল ইসলাম, মো. অনন্ত, আলিফ সরকার রিসান, নূরে আলম নিলয়, আব্দুস সামাদ, আরাফাত ভূঁইয়া, সানী তালুকদার, রেদুয়ান আহমেদ রিদম, রিজওয়ান উল্লাহ, রিদওয়ান আহমেদ শোভন প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন নজরুল ইসলাম জিহাদ।
বক্তারা বলেন, “ভৈরবে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় ১৬ জুলাই। আন্দোলনের সূচনালগ্নেই ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় বহু শিক্ষার্থী আহত হন। এরপর ১৯ জুলাই, ৪ ও ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতা পুলিশের গুলিকেও উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে যায়।”
তারা অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে গঠিত বর্তমান কমিটিতে আন্দোলনের প্রথম সারির যোদ্ধারা নেই। বরং এমন কিছু মুখ সেখানে জায়গা পেয়েছে যারা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ হয়ে মাঠে সক্রিয়।”
এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগের মতো স্বৈরাচারী আচরণ করলে, এই তথাকথিত কমিটির বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করা হবে। সাধারণ ছাত্রদের আন্দোলনের প্ল্যাটফর্মকে যারা হাইজ্যাক করতে চায়, তাদের প্রতিহত করা হবে।”
বক্তারা আরও বলেন, “কমিটির নামে যারা বর্তমানে মাঠে ঘুরছে তারা যেন প্রকৃত বৈষম্যের বিরুদ্ধে কাজ করে, দলীয় এজেন্ডা বাস্তবায়নে নয়। না হলে তারা ছাত্র জনতার ঘৃণার পাত্র হয়ে উঠবে।”
সমাবেশে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের বিচারের দাবিও জোরালোভাবে তোলা হয়। বক্তারা বলেন, “এখনো পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হয়নি। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
Post a Comment