ভৈরবে জবাই করার সময় মহিষের আক্রমণে আহত ১০
জয়নাল আবেদীন রিটন, ভৈরব ॥
কিশোরগঞ্জের ভৈরবে জবাই করার সময় কোরবানির মহিষের আক্রমণে আহত হয়েছেন অন্তত ১০ জন। মহিষটিকে আটক করতে দিনভর ফায়ার সার্ভিস, পুলিশ, পৌরসভার লোকজনসহ স্থাণিয়দের দিনব্যাপী চেষ্টায়ও সম্ভব হয়নি। মহিষটিকে ধরতে গিয়ে ছুটাছুটির সময় পথচারী ও এলাকার অনেকেই আহত হয়েছেন। মহিষের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও কিছু ঘর বাড়ির দেয়ালও। আজ শনিবার ঈদের দিন সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় পৌর শহরের স্টেডিয়াম পাড়ায় মতিউর রহমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা জায় গত বুধবার দিন হাট থেকে ৯৩ হাজার টাকায় মহিষটি কিনে আনেন স্টেডিয়াম পাড়ার মতিউর রহমান। আনার পর থেকে মহিষটি শান্ত স্বভাবের মনে হলেও আজ সকাল ৯ টায় কোরবানির সময় মহিষটিকে কয়েক জনে ধরে শোয়াতে গেলে দেখা দেয় বিপত্তি। এই সময় ওখানে থাকা লোকদের ছিটকে ফেলে আহত করে পাশের একটি প্রায় ৭ফুট উচ্চতার দেয়াল টপকে পালিয়ে যায় মহিষটি ওই সময় মহিষটি দৌড়ে প্রথমে কালিপুর এলাকায় একটিপাটক্ষেতে গিয়ে অবস্থান নেয়। ওখানে মহিষটি ধরতে গিয়ে তিন জন আহত হয়। পড়ে ওখান থেকে শিমুল কান্দি ইউনিয়নের গোছা মাড়া এলাকায় অবস্থান করে। এই সময় খবর পেয়ে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে এসে মহিষটি ধরার চেষ্টা করে। তবে যারাই তাকে ধরতে যায় তাদের দিকেই তেড়ে আসেন মহিষটি । রাত আটটা পর্যন্ত মহিষটির অবস্থান ছিল শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচরের মাঠে। রাত হওয়ায়এবং হতাহতের আশঙ্কা থাকায় মহিষটিকে নজরে রেখে সকালে পুনরায় উদ্ধার প্রক্রিয়া চালানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস।
মহিষের মালিক মতিউর রহমান বলেন ৯৩ হাজার টাকায় মহিষটি কিনে আনি।এই কয়দিন লালন পালন করার সময় কোনো রকম পাগলামি ধরা পড়েনি। আজ সকাল দশটার দিকে কয়েকজনে মিলে শোয়াতে গেলে দেখা দেয় বিপত্তি, ওই সময় উপস্থিত লোকদের ছিটকে ফেলে দেয়াল টপকে পালাতে থাকে মহিষটি,সারাদিন বিভিন্ন গ্রাম ছুটে সন্ধ্যায় শিবপুরের পানাউল্লার চরের ফসলের মাঠে তার শেষ অবস্থান। এখনো পর্যন্ত মহিষটি ধরতে পারেনি কেউ।
প্রাণী সম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদের লোকজন মাঠে আছে এমনিতে ধরতে না পারলে ঢাকা চিরিয়া খানা থেকে রেসকিউ টিম এনে এটাকে ধরার ব্যবস্থা করা হবে।
ভৈরব ফায়ারসার্ভিসের সহকারী স্টেশন অফিসার মুসা মিয়া বলেন খবর পেয়ে বিকাল থেকে ই আমরা মহিসটি কে ধরার চেষ্টা করছি, কিন্তু কাছেই যাওয়া যাচ্ছে না, কাছে গেলেই আক্রমণ করতে তেড়ে আসে মহিষটি। তাই এখনো ধরা সম্ভব হয়নি কালকে হয়ত অন্য কোন পন্থায় চেষ্টা চালানো হবে।
Post a Comment