কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মোঃ সবুজ মিয়া
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আফতাবুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামে অনুদানটি হস্তান্তর করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আপেল মাহমুদ, সিনিয়র উপদেষ্টা হাজী মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মাদ্রাসার পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন পরিচালক মোঃ হাফিজ উদ্দিন মাস্টার, মাওলানা হাফেজ সানাউল্লাহ রায়পুরি, মোহতামিমসহ শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সংগঠন ধারাবাহিকভাবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের সহায়তা প্রদান করে যাচ্ছে।"
সংগঠনের সভাপতি ফাইজ উদ্দিন প্রবাস থেকে জানান, গত সাত মাসে সংগঠনের পক্ষ থেকে সর্বমোট ১৭ লাখ ৫০ হাজার টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে রোজার ঈদে ৫০০ পরিবারকে ৪ লক্ষ টাকা মূল্যের গরুর মাংস বিতরণ এবং এক ক্যান্সার রোগীর চিকিৎসায় ৩ লক্ষ টাকা সহায়তা অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও ভূমিহীন মানুষের পাশে দাঁড়ানো। যদি কেউ মেয়ের বিয়েতে টাকার অভাবে বিপাকে পড়েন, আমাদের জানালে আমরা গোপনীয়তা রক্ষা করে সাহায্যের চেষ্টা করব। প্রবাসে আমাদের আপনজন নেই, আপনারাই আমাদের শক্তি।”
প্রবাসী এই সংগঠনের এ ধরনের উদ্যোগ এলাকার মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
Post a Comment