আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রীর প্রিমিয়াম ব্র্যান্ড ‘সিলেকশনস’ এবার কিশোরগঞ্জে চালু করল তাদের সপ্তম ফ্ল্যাগশিপ শোরুম।#সিলেকশনস #আকিজবশিরগ্রুপ #কিশোরগঞ্জনিউজ #নতুনশোরুম #বাংলাদেশবাণিজ্য

আধুনিক গৃহনির্মাণ ও ইন্টেরিয়র পণ্যের সমন্বিত সমাধান নিয়ে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ তাদের প্রিমিয়াম ব্র্যান্ড ‘সিলেকশনস’-এর সপ্তম ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে কিশোরগঞ্জে। মঙ্গলবার, ১৩ মে ২০২৫, কিশোরগঞ্জ সদরের ডুবাইল মোড়, গাইটাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০২২ সালের অক্টোবরে “সিলেক্ট ফ্রম দ্য বেস্ট” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ‘সিলেকশনস’ ইতোমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ছয়টি ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে। বনানী (ঢাকা), আগ্রাবাদ (চট্টগ্রাম), মেন্দিবাগ ও পাটানটুলা (সিলেট), শিমুলতলা (সাভার) এবং কেয়া হল রোড (টাঙ্গাইল)-এ এসব শোরুমে ক্রেতারা আকিজ বশির গ্রুপের নির্মাণসামগ্রীর সকল প্রিমিয়াম পণ্য এক জায়গায় পাচ্ছেন।

নতুন এই শোরুমটিও পূর্ববর্তী শোরুমগুলোর মতোই আধুনিক ও সৃজনশীলভাবে পরিকল্পিত। এতে রয়েছে সিরামিক টাইলস, বোর্ড, দরজা, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার এবং টেবিলওয়্যারের একটি বিস্তৃত সংগ্রহ। একই ছাদের নিচে থাকায় ক্রেতারা সহজেই তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারবেন।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “আমরা চাই গ্রাহকরা তাদের গৃহনির্মাণ ও ইন্টেরিয়র ডিজাইনের প্রতিটি উপকরণ এক জায়গা থেকে নির্ভরযোগ্যভাবে সংগ্রহ করতে পারেন। সেই লক্ষ্যেই ‘সিলেকশনস’-এর শোরুম সম্প্রসারণ কার্যক্রম চালানো হচ্ছে। কিশোরগঞ্জের এই নতুন শোরুম আমাদের সেই স্বপ্নেরই একটি অংশ। আশা করছি, এটি স্থানীয় ক্রেতাদের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার জামান, রোসা’র হেড অব সেলস বিশ্বজিৎ পাল এবং সম্মানিত বিজনেস অ্যাসোসিয়েট মো. হামিদুর রহমান।

উল্লেখ্য, ‘সিলেকশনস’ তার মানসম্পন্ন পণ্য ও গ্রাহকসেবার কারণে অল্প সময়েই বাজারে সুপরিচিতি লাভ করেছে। নতুন এই শোরুম কিশোরগঞ্জবাসীর জন্য নির্মাণসামগ্রীর একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে বলে কোম্পানি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

সর্বশেষ প্রযুক্তিনির্ভর ডিসপ্লে, প্রশিক্ষিত বিক্রয়কর্মী এবং গ্রাহকবান্ধব পরিবেশের কারণে এই শোরুমটিকে ঘিরে নির্মাণশিল্প সংশ্লিষ্টদের আগ্রহ ইতোমধ্যেই লক্ষণীয় হয়ে উঠেছে।

Post a Comment

Previous Post Next Post