কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে মো. বায়জিদ মিয়া (১.৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বায়জিদ ওই গ্রামের কৃষক জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা বাড়ির উঠানে শুকাতে দেওয়া ধান ঘরে তুলছিলেন। এ সময় বায়জিদ কান্নাকাটি করলে তাকে শান্ত করার জন্য একটি লিচু হাতে দেন মা। খেলতে খেলতে লিচুর বিচি গলায় আটকে গেলে শিশুটি দমবন্ধ হয়ে যায়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বায়জিদকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার নাদিম বলেন, "শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গলায় বিচি আটকে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।"

শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

Previous Post Next Post