ভৈরবে আহলে সুন্নত ওয়াল জামাআ'তের সড়ক অবরোধে ভোগান্তি চরমে



জয়নাল আবেদীন রিটন : ভৈরব প্রতিনিধি 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সভাপতি শহীদ মাওলানা রইস উদ্দীনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈবব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে অবরোধে ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষ। আজ সোমবার (৫ মে) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঘোষিত অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৯টা থেকে দূর্জয়মোড় বাসস্ট্যান্ড থেকে সারা দেশের সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেয়া হয় অবরোধকারীরা। এ সময় প্রায় ২ ঘন্টা যাবত সকল ধরণের যান চলাচল বন্ধ থাকায় যান বাহনের যাত্রীসহ সাধারণ মানুষ পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।


অবরোধে বক্তারা বলেন, ভৈরব ইসলামী ফ্রন্ট,ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কর্মসূচি ঘোষনা করবে কেন্দ্রীয় নেতারা,তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী আজ তিন ঘন্টা মহাসড়ক অবরোধের ঘোষনা থাকায় আমরা তা পালন করেছি। প্রয়োজনে দিনভর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও আমরা পিছপা হবো না। কাফনের কাপড় মাথায় নিয়ে আমাদের ভাই রইস উদ্দীনের হত্যাকারীদের বিচারের দাবীতে সকল ধরণের কেন্দ্রীয় কর্মসূচি পালন করে যাবো তাতে আমাদের কেউ ঠেকাতে পারবেনা ইনশাল্লাহ।


সৌদী প্রবাসী মাজহারুল ইসলাম বলেন, আমি ১৬ বছর যাবত সৌদীতে কাজ করি। আমার ছুটি শেষ হওয়ায় আজ বিকাল ৪ টার সময় আমার ফ্লাইট। অবরোধের কারণে আমি এখন এখানে ২ ঘন্টা ধরে াাটকা পড়ে আছি। আমি সময় মত যদি এয়ারপোটং পৌছাতে না পারি তাহলে আমার টিকেট কেনসেল হয়ে যাবে। এতে করে আমার ভিষন ক্ষতি হয়ে যাবে। দয়া করে আমাদের যাবার ব্যবস্থা করে দেন।


ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্না খাতুন বলেন, আমরা এখানে ২ ঘন্টা যাবত জ্যামে পড়ে আছি। আমকে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় পৌছাতে হবে। সময় মত না পৌছাতে পারলে আমার কাজগুলো সমাধান করা হবেনা। 


নাছিরনগরের আছিয়া বলেন, আমি ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাব চোঁখের চিকিৎসা করাতে। আমার চোঁখের ব্যাথায় আমি অস্থির। তারপর আবার জ্যামে আটকা। এত কষ্ট আর সহ্য হচ্ছেনা।


বাস চালক মাসুম মিয়া বলেণ, যাত্রীরা আমাদেরকে অনেক গালমন্দ করছে। আবার অনেকেই টাকা ফেরৎ চাচ্ছে। এটা হচ্ছে কাউন্টারের গাড়ি। ঠাকাতো সব কাউন্টারেই থাকে। এটা লোকাল গাড়ি নয় যে আমরা যাত্রীদেরকে টাকা ফেরৎ দেব। অবরোধের কারণে আমরা সময়মত গন্তব্যে পৌছাতে পারবোনা। এতে করে অনেক যাত্রীর ক্ষতির সম্ভবনাও রয়েছে।


Post a Comment

Previous Post Next Post