ভৈরবে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার



 জয়নাল আবেদীন রিটন: স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ৬ টি মামলায় একাধিক ওয়ারেন্টভুক্ত জসিম (৩২) নামে কুখ্যাত আসামিকে ধারালো চাকুসহ গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় ভৈরব মেঘনা পুরাতন রেলওয়ে ব্রিজ সংলগ্্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন নুরপুর মসজিদপাড়া এলাকার (ফরিদ মেম্বারের বাড়ির) ভাড়াটিয়া আব্দুল আওয়াল মিয়ার ছেলে। 

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ (পিপিএম) জানান, জসিম একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা, মলম পাটির সদস্য হয়ে মানুষের ক্ষতিসাধন করায় ৬ থেকে ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৪টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গতকাল সন্ধ্যায় পুরাতন রেলওয়ে ব্রিজ এলাকায় দস্যুতা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি অত্যাধুনিক চাকু সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন জেলা উপজেলায় ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গতকালও সেতার কয়েকজন সহযোগীদের নিয়ে মেঘনা রেলওয়ে পুরাতন ব্রিজ এলাকায় দস্যুতা করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারের পর তল্লাশি করে তার পকেট থেকে একটি অত্যাধুনিক চাকু উদ্ধারসহ জব্দ করা হয়। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post