ভৈরব থানার ওসির বিরুদ্ধে ঘুস দুর্নীতির অভিযোগ

ভৈরব থানার ওসি’র বিরুদ্ধে ঘুস দুর্নীতির অভিযোগ
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি॥
কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহাণীর বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির অভিযোগ তুললেন গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল মিয়া। আজ বুধবার ৩০ এপ্রিল বেলা ১১টার সময় শহরের দুর্জ মোড়ে গণঅধিকার পরিষদের আয়োজিত মানবন্ধনে ওসির বিরুদ্ধে একাধিক ঘুষ ও দুর্নীতির অভিযোগ তোলেন উল্লিখিত নেতা।  
ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল বলেন পৌর শহরের জগন্নাথপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি জমশেদ মিয়ার দায়ের করা একটি মানবপাচারকারী মামলায় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাদেক মিয়া ও তার জামাতা শামীম মিয়াকে আসামি করে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়। ওই মামলার কোনো তদন্ত ছাড়াই মোটা অঙ্কের টাকার বিনিময়ে শামীম মিয়াকে গ্রেফতার করে কোর্টে চালান দিলে এ ঘটনায় পরদিন সকালে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে একজন ভালো মানুষের পক্ষে কথা বলায় এক ঘণ্টার মধ্যেই মানবপাচার মামলার মামলার বাদী মাদক কারবারি জমশেদ মিয়া তার লোকজনকে দিয়ে ইমতিয়াজ আহমেদ কাজলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করান ওসি রুহানী যাতে তার অপকর্ম ঢাকা পড়ে। এ ছাড়াও গত ১০ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্টের অভিযানে গজারিয় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সেচ্ছা সেবক লীগের সভাপতি সাফায়াত হোসেন সম্রাটকে থানায় আটকে রেখে ৫ ঘণ্টা পর ৩ লাখ টাকার বিনিময়ে সম্রাটকে ছেড়ে দেওয়া হয়।
গত কয়েক দিন আগে শহরের চন্ডিবেড় এলাকার এক নারী তার মাদকাসক্ত ছেলেকে সেইফ কাষ্টোরী করতে ওসির সহগযোগিতা চান। এব্যপারে ওসি তার লোকজন দিয়ে ভুক্তভোগীর বাড়ি থেকে তার ছেলেকে ধরে এনে পুলিশের সংরক্ষিত দেশীয় অস্ত্র দিয়ে ডাকাতির মামলা দেয়। এ ঘটনায়ও ভুক্তভোগী নারীর একটি ভিডিও বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এ ছাড়াও মানবন্ধনে বক্তারা ওসি বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বলেন দুর্নীতি পরায়ন ওসি খন্দকার রুহাণীকে যদি দ্রুত সময়ের মধ্যে ভৈরব থানা থেকে প্রত্যাহার করা না হয় তাহলে আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনও উপস্থিত ছিলেন। 
মানববন্ধনে ওসি’র বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের কথা জানতে চাইলে ওসি ফুয়াদরুহাণী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে যা ভালো মনে করেন তাই হবে।

Post a Comment

Previous Post Next Post