ভৈরব প্রতিনিধি ॥
সড়কে নানান অনিয়ম, যানজট ও যাত্রী ভোগান্তি নিরসনে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ (২২ অক্টোবর) উদযাপনকে সামনে রেখে বুধবার (১ অক্টোবর) সকালে ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাহাবুর রহমান।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মো. আলাল উদ্দিন।
সভায় ভৈরব বাস মালিক সমিতির সভাপতি মো. আবু বায়েছ, নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. দুলাল, কার্যকরী কমিটির সদস্য ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. জাকির হোসেন বিএসসি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, রক্তসৈনিক নজরুল ইসলাম, এম এ বাকি বিল্লাহ, মো. জামাল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভৈরবের সড়কগুলোতে প্রতিদিন অনিয়ম, বিশৃঙ্খলা ও যানজটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। অযাচিত পার্কিং, সড়কে হকারদের দখল, পরিবহন খাতে নৈরাজ্য এবং নিয়ম অমান্যকারী চালকদের কারণে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, সড়ক যেন শান্তির পথ হয়, মৃত্যুর নয়—এই স্লোগানকে সামনে রেখে নিসচা দীর্ঘদিন ধরে কাজ করছে। সংগঠনের প্রতিটি কার্যক্রম মূলত মানুষকে সচেতন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা নিয়েই।
অনুষ্ঠানে জানানো হয়, নিসচা ভৈরব শাখার ২৫ বছরের সংগ্রাম, সাফল্য ও অর্জনের রজতজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে — সড়ক নিরাপত্তা বিষয়ক প্রচারণা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক র্যালি, পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সভা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো।
প্রধান অতিথি ওসি মো. সাহাবুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। নিয়ম মেনে চললে দুর্ঘটনা কমবে, যাত্রী ভোগান্তিও হ্রাস পাবে।”
সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, “ভৈরবের মানুষ প্রতিদিনই সড়কে দুর্ভোগের শিকার হচ্ছেন। যানজট নিরসন, হকার উচ্ছেদ, সড়ক দখলমুক্ত রাখা এবং চালকদের নিয়ম-নীতি মানা নিশ্চিত করতে হলে সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। নিসচা ভৈরব শাখা সেই কাজেরই অংশীদার।”
অনুষ্ঠানে বক্তারা একবাক্যে আশাবাদ ব্যক্ত করেন, মাসব্যাপী কর্মসূচি ভৈরবে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন সচেতনতা সৃষ্টি করবে এবং যাত্রীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
Post a Comment