৯ দিন ধরে নিখোঁজ মাদরাসাশিক্ষার্থী সাব্বির, অস্থির পরিবার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২৫ আগস্ট ২০২৫
রাজধানীর তেজগাঁও সাত রাস্তার মোড় এলাকায় অবস্থিত বাইতুল আমান মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন (১৪) গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবার ও মাদরাসা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকালে ছুটি শেষে মামা মাহাদী হাসানের সঙ্গে মাদরাসায় ফেরে সাব্বির। বেলা ১১টার দিকে মাদরাসার ভেতরে শিক্ষকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে টয়লেটে যাওয়ার কথা বলে বের হয় সে। তবে এরপর আর ফিরে আসেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
সাব্বিরের মামা মাহাদী হাসান সমকালকে বলেন, “মাদরাসায় ফেরার পর স্বাভাবিকভাবেই কথা বলছিল। হঠাৎ করে টয়লেটে যাওয়ার কথা বলে চলে যায়। পরে আর ফেরেনি। মাদরাসার প্রতিটি কক্ষ, আশপাশ এলাকা ও পরিচিত সব আত্মীয়স্বজনের বাসায় খুঁজেছি। কিন্তু কোথাও তার হদিস পাওয়া যায়নি।”
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের সোহেল মিয়ার একমাত্র সন্তান সাব্বির। বাবার ভাষ্য, ছোটবেলা থেকেই তাকে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদরাসায় ভর্তি করান। নিখোঁজ হওয়ার পর থেকে পুরো পরিবার শোকে কাতর। সাব্বিরের মা আছমা আক্তার সারাদিন কান্নায় ভেঙে পড়ছেন। খাবার খাওয়া তো দূরের কথা, ঠিকমতো ঘুমাতেও পারছেন না।
তিনি বলেন, “আমার একমাত্র ছেলেটার খোঁজ নেই। ৯ দিন ধরে শুধু অপেক্ষায় আছি, যদি ফিরে আসে। জানি না ও কোথায়, কী অবস্থায় আছে।”
ঘটনার পরদিনই সাব্বিরের মা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি জিডি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমকালকে জানান, “নিখোঁজ সাব্বিরকে উদ্ধারের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।”
সাব্বির নিখোঁজ হওয়ার খবরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায়ই শিশু ও কিশোরদের নিখোঁজ হওয়ার ঘটনা শোনা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর খোঁজ পাওয়া যায় না বা দীর্ঘ সময় পর ফেরত আসে। এ ধরনের ঘটনায় অভিভাবকরা আতঙ্কে রয়েছেন।
শিশু অধিকার নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থার প্রতিনিধি জানান, প্রতি বছর দেশে শত শত শিশু-কিশোর নিখোঁজ হয়। তাদের অনেককে মানবপাচারকারী চক্র বিভিন্নভাবে ব্যবহার করে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও সামাজিক সচেতনতা বাড়ানো ছাড়া এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। ফেসবুকে দোয়া চেয়ে পরিবার ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন পোস্ট করছেন। অনেকেই মন্তব্য করছেন, সন্তানদের নিরাপত্তা নিয়ে এখন বাড়তি সতর্ক থাকার সময় এসেছে।
নিখোঁজ সাব্বিরের পরিবার দ্রুত তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে।
Post a Comment