ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি;; জয়নাল আবেদীন রিটন
কিশোরগঞ্জের ভৈরবে জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইল থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। অভিযানে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন মেকানিক রয়েছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন—কাইয়ুম মিয়া, সোহাগ মিয়া এবং মেকানিক জাহিদুল ইসলাম। এ ঘটনায় ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছেন মোটরসাইকেলের মালিক সাকিব মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এহসানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায় কাইয়ুম মিয়ার বাড়িতে। অভিযানে বসতঘরের একটি কক্ষে খোলা অবস্থায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র—দা, চাপাতি ও চুরি—উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, জিপিএস ট্র্যাকারের সহায়তায় চুরি হওয়া মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা হয়। পরে মেকানিক জাহিদুলের মাধ্যমে সেটি পুনরায় ফিটিং করে থানায় আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেকানিক জাহিদুল ইসলাম জানান, “গাড়িটি তার গ্যারেজের মালিক মাহবুবের নির্দেশে সে মেরামতের জন্য কাজ করছিল। তিনি জানতেন না এটি চুরি হওয়া মোটরসাইকেল।”
এ বিষয়ে ভৈরব থানার এসআই এহসানুল কবির বলেন, “টাঙ্গাইলের কালিহাতী এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়। চুরি সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে মোটরসাইকেল উদ্ধার করি। এ ঘটনায় জড়িত আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Post a Comment