কিশোরগঞ্জের করিমগঞ্জ র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে মো. রফিক মিয়া (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুনী গ্রামের আব্দুল আলীমের ছেলে মো. আজহারুল ইসলাম (২৩) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের তনু মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৩৮)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে আটক করে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্যসহ করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসইও ট্যাগ সাজেশন:
কিশোরগঞ্জ মাদক, করিমগঞ্জ র‌্যাব অভিযান, গাঁজা জব্দ, মাদককারবারি গ্রেপ্তার, কিশোরগঞ্জ খবর, র‌্যাব-১৪ অভিযান, বাংলাদেশ মাদকদ্রব্য উদ্ধার, নিয়ামতপুর গাঁজা
#কিশোরগঞ্জ #করিমগঞ্জ #র‌্যাবঅভিযান #মাদকদমন #গাঁজাজব্দ #মাদককারবারি #র‌্যাব১৪ #বাংলাদেশসংবাদ #ক্রাইমনিউজ #DrugBust #RABOperation #KishoreganjNews #AntiDrugCampaign #BangladeshNews

Post a Comment

Previous Post Next Post