তাড়াইল (কিশোরগঞ্জ), ১২ মে ২০২৫ — আবদুল হামিদ পারিবারিকভাবে আত্মীয় হলেও তার প্রতি রাজনৈতিক সমর্থন নেই দাবি করে এক বক্তব্যে ডা. জেহাদ খান বলেন, "আমার পরিবারের অধিকাংশ সদস্য জামায়াতপন্থী। আবদুল হামিদ শুধুমাত্র আত্মীয় হিসেবেই পরিচিত, তার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ মেলে না।"
সোমবার (১২ মে) জামাতে ইসলামী দলীয় গ্রুপে প্রকাশিত এক ফেসবুক বিবৃতিতে এই মন্তব্য করেন ডা. জেহাদ খান।
তিনি আরও বলেন, সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগমাধ্যম আইডি ও পেজ থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। "নাজমুস সাকিবসহ একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে আমি নাকি আবদুল হামিদের 'সেফ এক্সিট প্ল্যান' তৈরির জন্য ড. মুহাম্মদ ইউনূসের কাছে গিয়েছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।"
জেহাদ খান স্পষ্ট করে জানান, "আমি কখনো ড. ইউনূসের সঙ্গে যোগাযোগ করিনি, এমনকি ফোনেও কোনোদিন কথা হয়নি। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা পেশাগত সম্পর্কও নেই।"
উল্লেখ্য, ডা. জেহাদ খান বর্তমানে ইবনে সিনা হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত। পাশাপাশি তিনি ঢাকা কার্ডিয়াক ইনস্টিটিউটের একজন অধ্যাপক ও জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। তিনি তাড়াইল- করিমগঞ্জ (কিশোরগঞ্জ-৩) আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
Post a Comment