গত সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল : রিজভী ইসলামী আন্দোলনে যোগ দেওয়া সাবেক এমপিকে বহিষ্কার করল বিএনপি কোরআন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম হিন্দু শিক্ষার্থী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে সৌদি আরবে ট্রাম্প, পেলেন ‘বিরল’ সম্মান বিডা’র মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের দুই নেতা জামায়াতের নিবন্ধন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ইসি মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
শিক্ষা
সাধারণ শিক্ষার চ্যালেঞ্জের মাঝে নুরানী শিক্ষা সমাজে দ্যুতি ছড়াচ্ছে
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০১:৪০ দুপুর
সাধারণ শিক্ষার চ্যালেঞ্জের মাঝে নুরানী শিক্ষা সমাজে দ্যুতি ছড়াচ্ছে
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় শিক্ষাক্রমে দ্বীনি ও নৈতিক শিক্ষার সংকটকালীন সময়ে দেশের নুরানী মাদ্রাসাগুলো আধুনিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা দিয়ে সমাজে দ্যুতি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন রামু উপজেলার রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।
তিনি বলেন, “মানবিক গুণাবলীসম্পন্ন, শিষ্টাচার সমৃদ্ধ আদর্শ সমাজ গঠনের জন্য শিশুদের শিক্ষা জীবনের শুরুতেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষার যে অভাব রয়েছে, তা ইসলামের মূল চেতনার পরিপন্থী। এই পরিস্থিতিতে নুরানী মাদ্রাসাগুলোর ভূমিকাকে এগিয়ে নেওয়া প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।”
শনিবার (১০ মে) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা.) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ এতিমখানায় আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কক্সবাজার প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী।
সমাবেশটি পরিচালনা করেন পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ও শাহ জব্বারিয়া প্রিন্টার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসাইন, সদস্য ও জমিদাতা এম. জাহেদ উল্লাহ জাহেদ, সহ-সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আলম এবং নির্বাহী সদস্য করিম উল্লাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় ৩ শতাধিক অভিভাবক, এলাকাবাসী, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তি। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কাদের, রুমা সিদ্দিকা, নাজমা আক্তার, হোসনে আরা এবং বুলবুল আক্তার লিজা।
অনুষ্ঠানে সদ্য সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হককে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসাইন নিজস্ব স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
সমাবেশ শেষে প্রধান অতিথি মাওলানা মোহছেন শরীফ মোনাজাত পরিচালনা করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক মাওলানা রহিম উল্লাহ মামুন, মাওলানা ওবায়দুল্লাহ মাসুম, মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসাইন, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী ও শামীম ইকবাল।
প্রসঙ্গত, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত হজরত মায়মুনা (রা.) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ এতিমখানায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে কৃতি শিক্ষার্থীদের জন্য বৃত্তি, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা, অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা এবং জাতীয় দিবস উদযাপনের ব্যবস্থা। এসব ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি অভিভাবক ও এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
Post a Comment