কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে একটি সক্রিয় ও কার্যকর ছাত্র সংসদ গঠনের দাবিতে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কলেজ শাখা।
সোমবার (৬ মে) সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মহোদয়ের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। এতে বলা হয়, “একটি সক্রিয় ও কার্যকর ছাত্র সংসদ শিক্ষার পরিবেশকে অধিকতর গণতান্ত্রিক, সচেতন ও অংশগ্রহণমূলক করে তোলে।” সংগঠনটির পক্ষ থেকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতি গ্রহণের দাবি জানানো হয়।
ছাত্র নেতৃবৃন্দ বলেন, “জাতীয় ও স্থানীয় পর্যায়ে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে কলেজ পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা অপরিহার্য। ছাত্র সংসদ সেই নেতৃত্ব তৈরির প্রথম ধাপ।”
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইমন খান, সিনিয়র সহ-সভাপতি ইমরান খান, সহ-সভাপতি সালমান এম সাকিব, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রিপন রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক রাফিউল আলম, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম এবং প্রচার সম্পাদক সালাউদ্দিন আয়ুবীসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সংশ্লিষ্ট মহল শিক্ষার্থীদের এ দাবিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে।
Post a Comment