কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার


নাঈম ইসলাম: কটিয়াদী প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে পৌর শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বদরুল আলম নাঈম উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বদরুল আলম নাঈম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক। বেশির ভাগ সময় তাকে সামাজিক কর্মকাণ্ডে দেখা যেত। এর ফলে অল্প বয়সেই কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

গ্রেফতারের খবর বদরুল আলম নাঈম নিজেই তার ফেসবুক আইডিতে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘কোনো মামলা ছাড়াই আমাকে গ্রেফতার করা হলো। "আল্লাহ ভরসা"।


এ ব্যাপারে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বদরুল আলমের বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা নেই। কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার দুপুরে সদর থানা–পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post