প্রথম বারের মতো কিশোরগঞ্জে ইসলামি বই মেলা ; শুরু ১০ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জে প্রথমবারের মতো ইসলামী বইমেলা শুরু ১০ ডিসেম্বর ২০২৫তারুণ্যের প্ল্যাটফর্ম ‘আকাবা’-র উদ্যোগে কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বইমেলা। আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।আয়োজক সূত্রে জানা গেছে, দেশের কয়েকটি স্বনামধন্য প্রকাশনী এবার বইমেলায় অংশগ্রহণ করছে। দর্শনার্থীরা বইমেলা থেকে পছন্দের বই কিনতে পারবেন এবং ইসলামি জ্ঞানচর্চার নানা আয়োজনে অংশ নিতে পারবেন।আয়োজকদের মতে, তরুণদের মধ্যে সুস্থ পাঠাভ্যাস ও ইসলামি জ্ঞানের প্রসার ঘটাতেই এই আয়োজন। তারা জানান,“আমরা তরুণ সমাজকে সুস্থ জ্ঞানের ধারায় ফিরিয়ে আনতে একটি সূচনা করেছি। ভবিষ্যতে আকাবা'র ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইসলামী প্রকাশনার অংশগ্রহণে আরও বৃহৎ পরিসরে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন— মুহাম্মদ ইলিয়াস, উবায়দুল্লাহ মারুফ, আশিক আশরাফ, আশরাফ আলী সোহান, আহমাদ বশির, মুহাম্মদ আতিক, মুহাম্মদ বায়জিদ খান, হাসিবুল হাসান সহ আরও অনেক তরুণ।

Post a Comment

Previous Post Next Post