পাকুন্দিয়ায় গরু চোর চক্রের মূল হোতা মনির গ্রেপ্তার
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সক্রিয় গরু চোর চক্রের মূল হোতা মো. মনির (২৫) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার আহুতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মনির উপজেলার চরকাওনা গ্রামের রফিকুল ইসলাম রবির ছেলে।
র্যাব জানায়, গত ২৮ জুলাই দুপুরে উপজেলার চরকাওনা গ্রামের গরু ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ও মোস্তফা কামাল বিভিন্ন এলাকা থেকে পাঁচটি গরু কিনে বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে শিমুলিয়া বাজারে যাচ্ছিলেন। পথে চরপাকুন্দিয়া এলাকায় পৌঁছালে মনিরের নেতৃত্বে দুই মোটরসাইকেলে আসা কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। এসময় ব্যবসায়ীদের মারধর করে নসিমন থেকে গরুগুলো ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা।
ঘটনার পরদিন ২৯ জুলাই ভুক্তভোগী ব্যবসায়ী মোফাজ্জল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা করেন। তখন থেকেই মূল হোতা মনির পলাতক ছিলেন।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গরু চোর চক্রের মূল হোতা মনিরকে গ্রেপ্তার করে সোমবার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, সোমবার (২৫ আগস্ট) দুপুরে মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মনির দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
Post a Comment