উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘প্রফিটি উদ্যোক্তা’ সংগঠনের আয়োজনে আজ রবিবার (৯ জুন ২০২৫) একটি সেমিনার ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় পূর্ব দরিল্লার রাহে জান্নাত মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। সেমিনারটি সঞ্চালনা করেন হাফেজ ওয়ালিউল্লাহ মাহমুদ এবং সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম, যিনি ‘মোহাম্মদ হানি হাউজ’, মুন্সিগঞ্জের প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাহমুদ শফি, ফেনি থেকে আগত একজন হাফেজ।
অনুষ্ঠানে মূল আলোচকরা উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “বর্তমানে শুধু চাকরির পেছনে না ছুটে আমাদের তরুণদের উচিত ব্যবসা ও উদ্যোগের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়া। একজন উদ্যোক্তা নিজে যেমন সাবলম্বী হন, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করেন। ফলে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হয়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহসান হাবিব সুমন, যিনি ‘পরিপাটি শপ’, নান্দাইলের প্রতিষ্ঠাতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফিটি উদ্যোক্তার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মাহদী হাসান নাজমুল। তিনি উদ্যোক্তা তৈরির জন্য এমন আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে বলেন, “বর্তমান সময়ে উদ্যোক্তা উন্নয়নে তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়াই আমাদের লক্ষ্য। এমন সেমিনার তাদের আত্মবিশ্বাস বাড়াবে।”
অনুষ্ঠানে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বিশিষ্ট কওমি উদ্যোক্তা মাওলানা রুকন রাইয়ান, যিনি ‘কওমি উদ্যোক্তা’ সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, “ধর্মীয় শিক্ষা ও আধুনিক উদ্যোক্তা ভাবনার সমন্বয়ের মাধ্যমেই আমাদের সমাজে পরিবর্তন আনা সম্ভব। হালাল পথে আয় করে সম্মানজনক জীবনযাপন করতে হলে উদ্যোক্তা হওয়াই উত্তম পথ।”
সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীদের মনোমুগ্ধকর ইসলামি নাশিদ পরিবেশন করেন ঢাকার মুশফিক বিন জামাল ও কিশোরগঞ্জের আশরাফুল ইসলাম নাদীম। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফল উদ্যোক্তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা শোনানো।
সফলতার গল্প শোনান মাওলানা কে এম নাজিমুদ্দিন, যিনি ‘ফুড ত্বয়াম’ এর প্রতিষ্ঠাতা। তিনি বলেন, “সঠিক পরিকল্পনা, ধৈর্য ও আন্তরিকতা থাকলে একজন সাধারণ মানুষও উদ্যোক্তা হিসেবে সফল হতে পারেন। আমি নিজেও একসময় ছোট একটি উদ্যোগ নিয়ে শুরু করেছিলাম, আজ তা একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।”
আরও এক সফল উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ গজনবী, ‘গজনবী শণ’ এর প্রতিষ্ঠাতা। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই সফলতার পথে এগিয়ে যেতে হয়। নিজস্ব পণ্যের মান বজায় রেখে আমরা যেমন বাজার তৈরি করেছি, তেমনি অন্যদেরও উৎসাহ দিয়েছি উদ্যোক্তা হতে।”
অনুষ্ঠানে স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই তাদের মতামত ব্যক্ত করে বলেন, এমন আয়োজন তাদের মনোবল এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। ভবিষ্যতে তারা নিজস্ব উদ্যোগ গ্রহণে আত্মবিশ্বাসী হয়েছেন।#উদ্যোক্তা #নান্দাইল #ময়মনসিংহ #প্রফিটি_উদ্যোক্তা #ব্যবসা #বাংলাদেশের_উন্নয়ন #কর্মসংস্থান
Post a Comment