হৃদয়ে নান্দাইলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সামাজিক সেচ্ছাসেবার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত সংগঠন ‘হৃদয়ে নান্দাইল’ তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ২০২৫ সালের ১২ জুন বৃহস্পতিবার, নান্দাইল উপজেলা হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল মানবসেবা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার এক মহতী প্রচেষ্টা।

আলোচনা ও মিলনমেলায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী জনাব আবু ইউসুফ সোহাগ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মোঃ সাইম ভূঁইয়া ও মুজাহিদুল ইসলাম ইয়ামিন। বিশেষ অতিথি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ জুয়েল মাহমুদ, যিনি হৃদয়ে নান্দাইলের প্রধান উপদেষ্টা এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি। তিনি বক্তৃতায় বলেন, “সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একতা ও পরিকল্পিত প্রচেষ্টা অপরিহার্য। আমাদের সকলের উচিত ঐক্যের ভিত্তিতে মানুষে মানুষে সচেতনতা বৃদ্ধি করা।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়জুর রহমান। এছাড়াও মাও: আবুল হাসান মো: এনামুল হক, অধ্যক্ষ ঘোষপালা ফাজিল মাদ্রাসা, অমিত হাসান মামুন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর), সমাজসেবক মাও: এমদাদুল হক, সমাজসেবক আরাফাতুর রহমান আল আমীন, সহকারী শিক্ষক সাঈদ আহম্মেদ এবং লন্ডন থেকে মাও: নওশাদুর রহমান খতিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার মোট ৪০ টি সামাজিক ও মানবিক কাজের জন্য বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এই উদ্যোগ মানুষের মাঝে সেবামূলক মনোভাব ও সমাজে পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হৃদয়ে নান্দাইলের যুগ্ম সাধারণ সম্পাদক সজল শেখ রাজু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম্মান, অর্থ সম্পাদক শেখ শারফাত পলাশ, সহ প্রচার সম্পাদক মাহাদী হাসান নাজমুল, সমাজসেবা সম্পাদক সিয়াম সরকার, আইন সম্পাদক কামরুজ্জামান রানা, ধর্ম সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান উজ্জ্বল সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা সকলেই সংগঠনের মানবসেবা কার্যক্রমে অংশগ্রহণ এবং সমাজকল্যাণে অবদান রাখছেন।

‘সৃষ্টির সেবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম’ এই আদর্শকে সামনে রেখে ‘হৃদয়ে নান্দাইল’ প্রতিনিয়ত মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মিলনমেলা সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।#নান্দাইল #সেচ্ছাসেবা #হৃদয়ে_নান্দাইল #মানবকল্যাণ #সমাজসেবা #বাংলাদেশ

Post a Comment

Previous Post Next Post